Home » বর্ষা মরসুমে ম্যালেরিয়া প্রতিরোধে আগাম ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর।

বর্ষা মরসুমে ম্যালেরিয়া প্রতিরোধে আগাম ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর।

by admin

প্রতিনিধি। তেলিয়ামুড়া।৮ই জুন।বর্ষা মৌসুমে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রুখতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। মুংগিয়াকামি ব্লকের আঠারোমুড়া, এডিসি ভিলেজের অধীন বিভিন্ন এলাকায় প্রতি বছরই এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখাযায়। বিগত কয়েক বছর এর তুলনায় এবছর এত বেশী এখনো হয়নি। তবে কিছু কিছু এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন হওয়ার খবর আসছে । বিশেষ করে আঠারোমুড়া, বিলাইহাম, নোনা ছড়া, কাকরাছড়া, ৪১ মাইল, ৪৩ মাইল, ৪৭ মাইল ইত্যাদি অঞ্চলেই এর প্রকোপ লক্ষ করাযায়। যদিও এবছর এখন পর্যন্ত কোন জীবন হানী ঘটার খবর নেই। তবে এসব এলাকার গিরিবাসীরা ম্যালেরিয়ায় আক্রান্তের খবর রয়েছে। মুংগিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী জানাযায়, অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। জানাযায় সাধারণত পাহাড় অঞ্চলের মশার কারনেই বেশি আক্রান্ত হয়। এবছর সময় থাকতে এর প্রতিকার হিসেবে সরকারি ভাবে উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি এলাকায় মশার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ ধরনের মিশারি বিতরণ করাহয়। এর পাশাপাশি আশা কর্মিরা প্রতিনিয়ত খোজ খবর নিচ্ছে বলে জানান মুংগিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক ডঃ হিল্লি দেববর্মা । অন্যদিকে আশাকর্মি জয়লক্ষ্মি দেববর্মা জানান বাড়িবাড়ি রক্ত পরিক্ষা করে যে সকল রোগিদের ম্যালেরিয়া সনাক্ত হয় তাদের জন্য নিজ বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও যাদের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে এনে চিকিৎসা পরিষেবা দেওয়াহয়। এবছর এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছে বলেও তিনি জানান। এদের মধ্যে ৪৩ মাইল ৪১ মাইল এলাকার মানুষের সংখ্যাই বেশি। তবে নিয়মিত স্বাস্থ্য শিবির করা হলে আগামী দিনে এই সংখ্যা আরও কম হবে

You may also like

Leave a Comment