প্রতিনিধি কৈলাসহর:-গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত্রিবেলা কৈলাসহর থানার পুলিশ ছনতৈল এলাকা থেকে একটি গরু বোঝাই গাড়ি আটক করে।ঘটনার বিবরণে জানা যায়,শনিবার রাত্রিতে কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে ফটিকরায়ের দিক থেকে TR02J1769 নম্বরের একটি গাড়ি দিয়ে অবৈধভাবে গরু নিয়ে কৈলাসহরের দিকে প্রবেশ করছে।পরবর্তী সময় কৈলাসহর থানার এস আই দেবব্রত শীল অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে কৈলাসহর ছনতৈল এলাকায় গিয়ে উৎ পেতে বসে থাকে এবং পরবর্তী সময় সেই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।পুলিশ দেখে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকেও এসআই দেবব্রত আটক করে।এরপর সেই গরু বোঝাই গাড়ি সমেত এবং গাড়ির চালককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ।সেই গাড়ির চালক হারুন আলী পিতা ইউনুস আলী ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে রাধানগর ৪ নং ওয়ার্ড এলাকায় বসবাসকারী।কৈলাসহর থানার পুলিশ রবিবার হারুন আলীর বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেন যার নম্বর হল 18/2024 আন্ডার সেকশন 382/F IPC এবং আন্ডার সেকশন 11 (1) (O) (H) of the prevention cruelty two animal act 1960 ধারায় মামলাটি নথীভুক্ত হয়।পাশাপাশি হারুন আলি গাড়ি কিংবা তার কোন বৈধ কাগজ পুলিশকে দেখাতে পারেনি বলে জানা গেছে।হারুন আলিকে কৈলাসহর থানার পুলিশ রবিবার দুপুর বেলা তিন দিনের রিমান্ড চেয়ে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে।তবে সেই গরুগুলি অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে নাকি চুরি করে সেই গরুগুলি এনেছিল তা এখনও জানা যায়নি। পাশাপাশি তার সাথে আরও কেউ জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা।এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।
160
previous post