প্রতিনিধি, উদয়পুর :-
দিন-দুপুরে উদয়পুর রমেশ চৌহমুনী এসবিআই ব্যাংকের সামনে থেকে মোটর বাইক চুরি । ঘটনা সোমবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ । ঘটনার বিবরণ দিতে গিয়ে বাইকের চালক সুকান্ত বিশ্বাস জানান , আজ দুপুরে তিনি রমেশ চৌহমুনী এসবিআই ব্যাংকে আসেন পাসবুক আপডেট করার জন্য । বাইকটি ব্যাংকের গেটের সামনে রেখেই ব্যাংকের ভেতরে প্রবেশ করার ১০ মিনিটের মধ্যেই চুরি হয়ে যায় তার টিআর ০৩ এইচ ৯৭২৩ নাম্বারের বাইকটি । ব্যাংকের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে এসে তিনি দেখতে পান তার বাইকটি উধাও হয়ে যায় রীতিমতো চিৎকার শুরু করে বাইকের চালক। পরে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় । পুলিশ ঘটনার খবর পেয়ে আধঘন্টা পরে ঘটনাস্থলে আসে তদন্ত করার জন্য । ঘটনাস্থলে এসে বাইক চালকের সাথে কথা বলেন এবং রমেশ চৌহমুনি এলাকায় কিছুক্ষণ ঘুরে দায়িত্ব পালন করেছে এমন একটা ভাব দেখিয়ে পুনরায় থানায় চলে যায় । এখন দেখার বিষয় পুলিশ কতটুকু বাইক উদ্ধারে সক্ষম হয় সেদিকে তাকিয়ে রয়েছে বাইকের চালক সুকান্ত বিশ্বাস । এদিন দিনদুপুরে রমেশ চৌহমুনির মত একটি ব্যস্ততম জায়গায় মোটর বাইক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রমেশ চৌহমুনী জোড়ে ।
দিন দুপুরে বাইক চুরি উদয়পুরে
123