ধর্মনগর প্রতিনিধি। বিপুল পরিমাণের মাদকদ্রব্য (হেরোইন) সহ কাছাড় পুলিশের জালে আটক শিলচর সোনাইর কংগ্রেস নেতার ভাই।
বিশিষ্ট কংগ্রেস নেতা ফয়জুল হক লস্করের পুত্র তথা মধ্য সোনাই জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ও সাবেক যুব কংগ্রেসের সভাপতি ইজাজ লস্করের ভাই আজ কোটি টাকার ড্রাগস পাচারের দায়ে লক্ষিপুর পুলিশের ফাঁদে আটক ।।