প্রতিনিধি, বিশালগড় , ৭ জুলাই।। নির্যাতনের শিকার হলেন এক ছাত্রী। প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে তাকে ধর্ষনের চেষ্টা করে এক যুবক। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে মধুপুর থানাধীন ফুলতলী এলাকায়। এলাকারই এক নাবালিকা ছাত্রী গৃহ শিক্ষকের বাড়ি যাওয়ার পথে মতিনগর দক্ষিণপাড়া এলাকার যুবক রাজিব মিয়া নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক রাস্তা থেকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে । ছাত্রীর চিৎকারে পার্শ্ববর্তী এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতা অভিযুক্ত রাজিব মিয়াকে আটক করে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে মধুপুর থানার পুলিশ। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।