প্রতিনিধি, উদয়পুর :-
২০২১ সালে উদয়পুরে ঘটে যাওয়া ধর্ষন কান্ডে এক ঐতিহাসিক রায় দিল আদালত। সোমবার উদয়পুরে দায়িত্ব প্রাপ্ত এক এডভোকেট পল্টু দাস জানান গত ২০২১ সালে গর্জি পতিছড়ি মেলা থেকে রাত আনুমানিক দুইটায় স্বামী – স্ত্রী উদয়পুরে নিজ বাড়িতে যাওয়ার সময় উদয়পুর টেপানিয়া ইকো পার্কের সামনে আগে থেকেই দাঁড়িয়ে থাকা পাঁচ জন যুবক গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে স্বামী – স্ত্রী কে ফেলে দিয়ে মহিলা কে একটি জঙ্গলে নিয়ে যায়। এবং সারা রাত মহিলা কে গনধর্ষন করে জঙ্গলে ফেলে রেখে চলে যায়।পরের দিন মহিলা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনদিন পর মহিলা রাধাকিশোরপুর থানায় ও মহিলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে পেয়ে তদন্ত শুরু করে পাঁচ জন আসামী কে গ্ৰেপ্তার করে। এরা হল তজিল ইসলাম,সাদ্দাম হোসেন, রামপাল আলী,টুটু মিয়া ও স্বামী হোসেন। দীর্ঘ দিন ধরে আদালতে বিচার চলছিলো আসামীদের। ৪২ জনের সাক্য- বাক্যর পর মাননীয় এডিশেনাল সেসান জজ ভারতীয় দন্ডবিধির ৩৪১/৩২৪/৩৬৬/৩৭৬(ডি) ১২৫ এবং ৩(১) এসসি/ এসটি ৩ (২ ) এসসি / এসটি ধারায় মূত্যু পর্যন্ত জেলে থাকার রায় ঘোষণা করেন ।