প্রতিনিধি, বিশালগড়, ৭ মে।। যুব জোয়ার প্রত্যক্ষ করল বিশালগড়। টগবগে যুবসমাজ কাঁপালেন বিশালগড়ের রাজপথ। আকস্মিক রাজনৈতিক কার্যক্রমে এমন যুব জোয়ার অতীতে কখনো পরিলক্ষিত হয়নি বিশালগড়ে। এর থেকেই প্রমাণিত হয় যুব সমাজ রয়েছে বিজেপির সঙ্গে। বুধবার বিশালগড়ে পা রাখেন বিজেপির প্রদেশ প্রভারী রাজদীপ রায়। দক্ষিণ ত্রিপুরা থেকে সাংগঠনিক কার্যক্রম শেষে বুধবার পড়ন্ত বেলায় বিশালগড়ে যান প্রদেশ প্রভারি রাজদীপ রায় এবং প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। বিশালগড়ের জাঙ্গালিয়া থেকে সুবিশাল বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানানো হয় দলের নেতৃবৃন্দদের। বিধায়ক সুশান্ত দেবের বাইকের পেছনের আসনে বসেন প্রভারি রাজদীপ রায়। অমিত রক্ষিত ছিলেন ওপর এক যুব কার্যকর্তার বাইকের পেছনের আসনে। উজ্জীবিত যুব সমাজকে সঙ্গে নিয়ে বিশালগড়ের রাজপথ দাপিয়েছে প্রভারি রাজদীপ রায়, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং বিধায়ক সুশান্ত দেব। শেষে তারা একটি অনুষ্ঠানে যোগ দেন। এ বিষয়ে বিধায়ক সুশান্তদেব জানান বিরোধীদের মিথ্যাচার অপপ্রচারের যুবক জবাব দিয়েছে বিশালগড়ের যুবসমাজ। যুবকরা রয়েছে সরকারের পাশেই। বিশালগড়ে বিরোধীরা নানা ষড়যন্ত্র করছে। বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু বিশালগড়ের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। আজকের এই কার্যক্রমে তা আবার প্রমাণিত হয়েছে।
85
previous post