প্রতিনিধি, উদয়পুর :-
মঙ্গলবার দুপুরে রাজ্যে আসেন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব । আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় কর্মীরা। পরে আগরতলা শহরে বাইক মিছিলের মধ্য দিয়ে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানানো হয় । পরবর্তী সময় উদয়পুর টেপানিয়া থেকে বিজেপির দলীয় কর্মীরা বাইক মিছিলের মধ্য দিয়ে লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে তার নিজস্ব জন্মভূমি জামজুরিতে নিয়ে যাওয়া হয় । সেখানে উনি নিজের বাবার প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করেন । পরবর্তী সময়ে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে তিনি ত্রিপুরেশ্বরী মায়ের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন । সেদিন তাকে স্বাগত জানান বিজেপির আর কে পুর মন্ডলের সভাপতি প্রবীর দাস ও গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা , বিজেপির প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ প্রমূখ । এদিন বিপ্লব দেব কে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলীয় কর্মীদের মধ্যে ।