প্রতিনিধি, বিশালগড়, ৬ মে।। মনারচকে রুদ্ধদ্বার বৈঠকে নেশা কারবারের বিরুদ্ধে আপোষহীন অভিযানের সিদ্ধান্ত নেয় সিপাহীজলা জেলা পুলিশ। শুক্রবার বিকেলে জেলার তাবড়-তাবড় অফিসারদের নিয়ে বৈঠক করেন জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। এদিন সন্ধ্যার পর থেকেই শুরু হয় সাড়াশি অভিযান। নেশা কারবারিদের ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। নেশা মুক্ত জেলা গড়তে জিরো টলারেন্স নীতিতে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে পুলিশ প্রশাসন। শুক্রবার মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার করে কলমচৌড়া থানার পুলিশ। এদিন রাতেই বড় সাফল্য পায় সোনামুড়া থানা। বিএসএফ এবং সোনামুড়া থানা যৌথ অভিযান চালায় দুর্গানগরে। সেখানকার কুখ্যাত মাদক কারবারি জাকির হোসেনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৭০৭ বোতল ফ্যান্সিডিল উদ্ধার করে যৌথ বাহিনী। এগুলো বাজেয়াপ্ত করে সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়। নেশা কারবারি জাকির হোসেনের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করেছে পুলিশ। তাকে শীঘ্রই গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবে পুলিশ।সিপাহীজলা জেলা জুড়ে নেশা বিরোধী অভিযান আরও তীব্রতর হবে বলে পুলিশ সূত্রের খবর। এতে পেটে মোচড় ধরেছে নেশা কারবারিদের। খুশি অভিভাবক সহ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ।
100