প্রতিনিধি ধর্মনগর,, বাড়ি মালিকের অনুপস্থিতে একি রাতে পৃথক দুটি বাড়িতে চোরের হানা। লুট মূল্যবান সামগ্রী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায়। জানা গেছে,কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য বিবাহ সুত্রে বহিঃ রাজ্যে থাকেন। তাই তার খালি বাড়িটি দেখভালের জন্য চিত্তরঞ্জন দাস নামের এক ভাড়াটিয়াকে দায়িত্ব দেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর চিত্তরঞ্জন বাবু ও তার স্ত্রী মনি দাস বিশেষ কাজে কদমতলা বাজারে যান।বাজার থেকে বাড়ি ফিরে দেখেন মালিকের বন্ধ ঘরের দরজা খোলা।পরে কদমতলা থানার পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে দেখতে পান ঘরের আলমিরার লকার ভাঙ্গা রয়েছে সকল কাগজপত্র সহ আসবাপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে। তড়িঘড়ি বাড়ি মালিকের সাথে যোগাযোগ করেন ভাড়াটিয়া চিত্তরঞ্জন বাবু। যেহেতু মালিক বাড়িতে নেই তাই চোরের দল ঘরে থেকে কি নিয়ে গেছে তা বলতে পারছেন না চিত্তরঞ্জন বাবু। অপরদিকে একি সন্ধ্যায় কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের হাঁফাইটিলা এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ ও তার স্ত্রীর অনুপস্থিতিতে ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে ঘরে হানা দেয় চোরের দল। বাড়ি মালিক বাড়ি ফিরে দেখতে পান তার ঘর থেকে মূল্যবান সামগ্রী সহ তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোরের দল।পরে স্হানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে স্হানীয় থানার পুলিশ। সাথে পৃথক দুটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় জোড়া চুরির ঘটনা সামনে এলো আতঙ্কিত গোটা উত্তর ত্রিপুরাবাসী।।
by admin
written by admin
210