প্রতিনিধি, উদয়পুর :- রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ সিংহ রায়ের নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা ফেসবুকে একটি অ্যাকাউন্ট চালু করেছে। এই বিষয়টি নজর আসার সঙ্গে সঙ্গে তাঁর শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে একাউন্টটি বন্ধ করে দেওয়ার জন্য বার্তা দেওয়া হয় কিন্তু একাউন্টটি এখনো চলছে। আজ মন্ত্রীর নির্দেশে তাঁর আপ্ত সহায়ক আর কে পুর থানায় এই বিষয়ে অভিযোগ জানান। অভিযোগ নং ২১/২৫। এর আগেও গত বছর প্রায় একই সময়ে ফেসবুকে এরকমই একটি অ্যাকাউন্ট চালু করা হয়েছিল যা নিয়েও থানায় অভিযোগ জানানো হয়েছিল। ২০২২ সালে এপ্রিল এবং মে মাসে হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট চালু করা হয়েছিল যেগুলো নিয়েও আই টি এক্ট্যে অভিযোগ দায়ের করা হয়েছিল। মন্ত্রীর পক্ষ থেকে ফেসবুকে এবং অন্যান্য মাধ্যমে এই একাউন্টগুলিতে সাড়া না দিতে এবং অস্বাভাবিক কিছু নজরে এলে পাশ্ববর্তী থানায় অভিযোগ জানাতে অনুরোধ জানানো হয়েছে। অর্থমন্ত্রী কে নিয়ে এই ধরনের ফেসবুক একাউন্ট খোলা কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য উদয়পুরে ।
অর্থমন্ত্রীর নামে ত্রিপুরায় খোলা হয়েছে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট । থানায় মামলা ।
by admin
written by admin
60
previous post