প্রতিনিধি, বিশালগড়, ৬ জুন।। ইন্ডি জোটের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন বিপ্লব কুমার দেব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব দুই দিন ধরে কার্যকর্তাদের সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করছেন । বৃহস্পতিবার চড়িলাম নলছড় বক্সনগর মন্তলের কার্যকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। নলছড়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন । বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন সিপিএম কংগ্রেস জোট মেনে নেয়নি রাজ্যের মানুষ। তাই সিপিএম কংগ্রেসের অনেক ভোটার বিজেপিকে ভোট দিয়েছে। বিরোধী দলের লোকেরা ভোট না দিলে ৭৫ শতাংশ ভোট পাওয়া সম্ভব নয়। তাই এই ভোট ধরে রাখতে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন তিনি। অন্যদিকে চড়িলামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ প্রমুখ। নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এ রাজ্যের মানুষের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। এই বিপুল জয়ের মূল কান্ডারী দেবতুল্য কার্যকর্তারা। কার্যকর্তারা দলের সম্পদ। সকলের কঠোর পরিশ্রমে রেকর্ড ভোট পেয়েছে বিজেপি। তাই আমি আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। আমি এই রাজ্যের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। এছাড়া এদিন বক্সনগর মন্ডলের কার্যকর্তাদের সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, মন্ডল সভাপতি সুভাষ সাহা প্রমুখ। বিপ্লব কুমার দেব বলেন তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছে জনতা। কয়েকটি আসন কমেছে। কিন্তু সরকার গড়ছে বিজেপি। অথচ বিরোধীরা লাফালাফি করছে। বামফ্রন্ট মাত্র চারটি আসন পেয়েছে সারা দেশে। ২৮ টি দল মিলে ২৩০ টি আসন পেয়েছে। আর বিজেপি একা পেয়েছে ২৪২ টি আসন। এনডিএ সরকার টানা তিনবার ক্ষমতায় এসেছে। এতে বিরোধীদের উল্লসিত হওয়ার কারণ নেই।
149
previous post