ধর্মনগর প্রতিনিধি। উত্তর জেলার মিজোরাম – ত্রিপুরা সীমান্ত লাগোয়া কাঞ্চনপুরের জম্পুই হিল সড়ক পথ ধরে বেআইনি ভাবে ব্যাপক ভাবে নেশার পাচার বানিজ্য চলছে। শনিবার অভিনব কায়দায় মিজোরাম থেকে ত্রিপুরা রাজ্যে এসে নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচার করতে গিয়ে কাঞ্চনপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক কুখ্যাত নেশা কারবারি। জানা গেছে শনিবার গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববরর্মা নেতৃত্বে কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।তখন মিজোরাম থেকে আসা একটি এলটো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৯ গ্রাম নিষিদ্ধ ড্রাগস হেরোইন সহ নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।একই সাথে নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচারের ঘটনায় সুবিশ চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কাঞ্চনপুর থানার পুলিশ। কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববরর্মা জানিয়েছেন নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচারের ঘটনায় ধৃত সুবিশ চাকমার বিরুদ্ধে এন.ডি.পি.এস আইনে কাঞ্চনপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।এই চক্রের সাথে নেশার পাচার বানিজ্যে অনান্য কারা যুক্ত রয়েছে তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কাঞ্চনপুর থানার ওসি উদ্দ্যম দেববরর্মা।
ড্রাগস হেরোইন পাচার করতে গিয়ে কাঞ্চনপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক কুখ্যাত নেশা কারবারি।
94