ধর্মনগর প্রতিনিধি।
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি থানার ওসির নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস দলবল নিয়ে থানার মধ্য চুরাইবাড়ি এলাকায় কদমতলা থেকে চুরাইবাড়ি যাওয়ার সড়কের উপর থেকে TR01BW/0301 নম্বরের একটি সাদা রঙের hyundai ভেন্যু গাড়ি আটক করে পুলিশ । তারপর উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির নিচের বডিতে থাকা গোপন কক্ষ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় আবুল বাসার(৩৬),পিতা বিল্লাল মিয়া।বাড়ি কাঁঠালিয়া এবং জসীম মিয়া (৩৫), পিতা আলকাছ মিয়া,বাড়ি সোনামুড়ার বাসিন্দাকে। এদিকে পুলিশ সুপার জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা হবে। ইয়াবা ট্যাবলেট গুলি অসম থেকে সোনামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। চুড়াইবাড়ি থানার পুলিশ রবিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে।
অর্ধকোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করল চোরাই বাড়ি থানার পুলিশ।
124
previous post