Home » বিশালগড় থানার পুলিশের জালে তিন নেশা কারবারি

বিশালগড় থানার পুলিশের জালে তিন নেশা কারবারি

by admin

প্রতিনিধি,বিশালগড়, ৪ নভেম্বর।। নেশা বিরোধী অভিযান জারি রেখেছে বিশালগড় থানা। তাপস দাস ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তেমন সুবিধা করে উঠতে পারছেনা নেশা কারবারিরা। একের পর এক অভিযান চালিয়ে গারদে পুরে দেওয়া হচ্ছে নেশা কারবারিদের। শুক্রবার রাতে ফের সফলতা পায় বিশালগড় থানা । এদিন রাতে
হেরোইন সহ তিন নেশা কারবারিকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। বিশালগড়ের কড়ুইমুড়া এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে টিএসআর পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের গোপন খবর অনুযায়ী টিআর ০৭ ডি ৫০৬৬ নম্বরের বাইক নিয়ে ২ নেশা কারবারী কড়ুইমুরা বাজারে আসেন। অন্যদিকে দুই নেশা কারবারি বিক্রি করার উদ্দেশ্যে আসে। তখনই সময় চতুর্দিকে ঘেরাও করে নেশা কারবারীদের জালে তুলে ওসি সহ টিএসআর জওয়ানরা। এদের মধ্যে থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সঙ্গে ছিল ৭ গ্রাম হেরোইনের একটি প্যাকেট,১২০টি ব্রাউন সুগারের কন্টেনার,নগদ ৮৪৯৫ টাকা, একটি রেশন কার্ড।
ধৃত কুখ্যাত নেশা কারবারিরা হলেন মোরশেদ আলম, পিতার নাম ফাহিম মিয়া। বাড়ির রতন নগর বোর্ডিং পাড়া। আক্তার হোসেন, পিতার নাম আবু তাহের, বাড়ী চড়িলাম উত্তরমুড়া। রতন সূত্রধর, পিতার নাম স্বর্গীয় রোহিনি সূত্রধর, বাড়ি কড়ুইমুড়া। পালিয়ে যাওয়া নেশা কারবারির নাম নাসির আহমেদ, পিতার নাম কিসমত আলী, বাড়ি বিশালগড় নোওয়াপাড়া । তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নিয়েছে বিশালগড় থানার পুলিশ। যার নম্বর ১১১/২০২৩। ভারতীয় দণ্ডবিধির ২৩( বি) /২৫/২৭ এ/ ২৯ এবং এনডিপিএস ধারায় মামলা নিয়ে শনিবার তিন অভিযুক্তকে বিশালগড় আদালতে সোপর্দ করে পুলিশ । আদালত তিন নেশা কারবারিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

You may also like

Leave a Comment