Home » মাটির তলায় থেকে গাঁজা উদ্ধার মধুপুর

মাটির তলায় থেকে গাঁজা উদ্ধার মধুপুর

by admin

প্রতিনিধি কমলাসাগর ৪ নভেম্বর:-

আবারও সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। মধুপুর থানার পুলিশের কাছে গোপন খবর ছিল দক্ষিণ মধুপুর এলাকার পীযুষ দেববর্মা, বাবা মৃত দীনেশ দেববর্মার বাড়িতে ঘরের ভেতর মাটির তলায় প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে। তৎক্ষণাৎ মধুপুর থানার বড়বাবু বিভাষ রঞ্জন দাস, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, বিশালগড় ডিসিএম, টিএসআর এবং পুলিশকে নিয়ে শনিবার বিকেল বেলা দক্ষিণ মধুপুর এলাকার পিযুষ দেববর্মার বাড়িতে হানা দেয়। মুহূর্তের মধ্যে পুলিশ গিয়ে তার সম্পূর্ণ বাড়িটা ঘেরাও করে ফেলে। কিন্তু পুলিশের গন্ধ পেয়ে মুহূর্তের মধ্যে গাজার মালিক পীযূষ দেববর্মা পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যাই। পরবর্তী সময়ে পুলিশ তার সম্পূর্ণ বাড়িটা তল্লাশি চালিয়ে একটি ঘরের মধ্য থেকে মাটির তলায় ৩০০ লিটারের একটি সিনটেক্স উদ্ধার করতে পারে। আর সেই সিনটেক্সের ভিতরে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুত ছিল। পরে পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানায়। জানা যায় সেই সিনটেক্সের মধ্যে ৫০ কেজির অধিক গাঁজা রয়েছে যার বাজার মূল্য আড়াই লক্ষ টাকার অধিক হতে পারে বলে ওসি বিভাস রঞ্জন দাস জানান।এদিকে তিনি আরো বলেন বাড়ির মালিককে না পাওয়া গেলেও তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নিয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে।

You may also like

Leave a Comment