প্রতিনিধি, বিশালগড়, ৫ মে।। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে অলআউট অভিযান শুরু করতে যাচ্ছে সিপাহীজলা জেলা পুলিশ। সিপাহীজলা জেলা মাদক কারবার, নারী পাচার সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। সীমান্ত এলাকায় এসব ঘটনা বেড়েই চলেছে। এবার আপোষহীন মনোভাব নিয়ে ময়দানে নামছে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন। সেই লক্ষ্যে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার বি জে রেড্ডির সভাপতিত্বে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সোনামুড়া মহকুমার মনারচক নেপকো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। মাদক কারবার, নারী সংক্রান্ত অপরাধ, যানবাহন বিষয়ক অপরাধ দমনে সাড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ প্রশাসন। বৈঠকে তিন মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। জেলার নয়টি থানার মধ্যে সমন্বয় গড়ে অভিযান সংগঠিত করতে যাচ্ছে পুলিশ। এছাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এবং পুলিশ যৌথভাবে অভিযান শুরু করবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। প্রভাবশালী হোক বা রাজনৈতিক ব্যাক্তি মাদক বিরোধী অভিযানে কেউ রেহাই পাবেনা। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে, অপরাধ মুক্ত জেলা গড়তে রনংদেহি মনোভাব নিয়ে ময়দানে ঝাঁপাবে পুলিশ। মাদক কারবারিদের তালিকা নথিবদ্ধ করার জন্য থানা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি জানান নেশাকে কেন্দ্র করে অন্য অপরাধ বাড়ছে। চুরি ছিনতাই বাড়ছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই অপরাধ মুক্ত জেলা গড়তে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
108
previous post