প্রতিনিধি , উদয়পুর :- মঙ্গলবার সকাল থেকে গোটা দেশের সাথে ত্রিপুরার দুইটি লোকসভা কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৩১ রাধা কিশোরপুর, ৩২ মাতাবাড়ি, ৩০ বাগমা ও ৩৩ কাকরাবন বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হয় উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম স্কুলে । ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই করা নিরাপত্তা বলয়ে মোড়ে দেওয়া হয়। বন্ধ করা হয় উদয়পুর – আগরতলা প্রধান জাতীয় সড়কটি । শাসক দল বিজেপি একটি অস্থায়ী পার্টি অফিস ক্যাম্প তৈরি করে সোনামুড়া চৌহমুনী এলাকায়। গোটা দেশ এবং রাজ্যের সমস্ত তথ্য ও খবর দেখার জন্য দলীয় কর্মীদের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় , বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন নেতৃত্বরা । এদিন ভোট গণনা শেষে বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায় বলেন , আর কেপুর বিধানসভায় কুড়ি হাজার ভোট , বাগমা বিধানসভায় সাড়ে ২১ হাজার ভোট বিধানসভায় ২৪ হাজার ভোট , মাতাবাড়ি বিধানসভায় ২৬ হাজার ভোট ও পূর্ব ত্রিপুরা আসনের অমরপুর বিধানসভায় সতের হাজার ভোট এবং অম্পি বিধানসভা কেন্দ্রে ১৬ হাজার ভোটে লিড দিয়েছে ভারতীয় জনতা পার্টি । সর্বমোট গোমতী জেলা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজারের উপর ভোট লিড দিয়েছে ভারতীয় জনতা পার্টি । এই কেন্দ্রে প্রথম দিক থেকেই পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এগিয়ে ছিলেন। এদিন অর্থমন্ত্রী বলেন , পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গোমতী ত্রিপুরায় ভারতীয় জনতার পার্টির কর্মীরা সত্য নিষ্ঠার সাথে কাজ করার ফলে ভালো একটি ফলাফল হয়েছে গোমতী জেলার প্রতিটি বিধানসভায়। বিপ্লব কুমার দেব ভালো ফলাফলের জয়ী হওয়ার ফলে অভিনন্দন জানান অর্থমন্ত্রী। আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে আরো বেশি করে উন্নয়নের কাজ হবে এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আরো বৃহত্তর স্তরে কাজ করবে সাধারণ মানুষের জন্য । এদিন গণনা শেষে সোনামুড়া চৌহমুনীতে বিজেপি কর্মীরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ।
126