Home » বার চারশো পার এই স্লোগানকে সামনে রেখে যুব মোর্চার উদ্দ্যোগে জোলাইবাড়ীতে সাইকেল রেলি ।

বার চারশো পার এই স্লোগানকে সামনে রেখে যুব মোর্চার উদ্দ্যোগে জোলাইবাড়ীতে সাইকেল রেলি ।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি: আসন্ন লোকসভানির্বাচনে পূর্বত্রিপুরা আসনে বিজেপি, আই পি এফ টি ও তিপ্রামথা দলের জোটের মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করারলক্ষ্যে কাজকরেযাচ্ছে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি। এরইমধ্যে শুক্রবার জোলাইবাড়ী মন্ডলে বিজেপি, আই পি এফ টি ও তিপ্রামথা দলের নির্বাচনী কার্যালয়ের শুভসূচনা করাহয়। এইকার্যালয় থেকে তিনদল একত্রিতহয়ে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে কাজকরবে। নির্বাচনী কার্যালয়ের দলীয় পতাকা উত্তোলন করলেন মন্ডল সভাপতি অজয় রিয়াং। ফিতাকেটে নবনির্মিত কার্যালয়ের শুভসূচনা করলেন যুবমোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। নির্বাচনী কার্যালয় উদ্ভোধনশেষে বিজেপি, আই পি এফ টি ও তিপ্রামথা দলের কর্মীসমর্থকদের নিয়ে অনুষ্ঠীত হয় এক সাইকেল রেলি। জোলাইবাড়ী বাইপাসথেকে রেলিটি শুরুহয়ে বাজারের বিভিন্নপথ পরিক্রমা করে পুনরায় বাইপাসে এসে সমাপ্তিহয়। আজকের এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, যুবমোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুবমোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, যুবমোর্চার মন্ডলের জেনারেলসেক্রেটারী রাজীব বিশ্বাস সহ অন্যান্যরা। আজকের এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। যুবমোর্চার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই রেলিতে উপস্থিত লোজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment