Home » স্ট্রং রুম পরিদর্শনে জেলা নির্বাচন আধিকারিক

স্ট্রং রুম পরিদর্শনে জেলা নির্বাচন আধিকারিক

by admin

প্রতিনিধি কৈলাসহর:-লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুন্দর ভাবে পরিচালনা করার জন্য চূড়ান্ত প্রস্ততি নিচ্ছে প্রশাসন।এনিয়ে দফায় দফায় বৈঠক ও চলছে প্রশাসনিক স্তরে।আজ শুক্রবার সকাল নাগাদ জেনারেল অবজারভার,জেলা ইলেকশন অফিসার,অতিরিক্ত জেলা শাসক,কৈলাশহর মহকুমা শাসক তথা এ আর ও এবং অন্যান্য দপ্তরের কর্মীরা কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনের কাউন্টিং হল পরিদর্শন করেন।এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান মহকুমা শাসক তথা এ আর ও প্রদীপ সরকার।আসন্ন লোকসভা নির্বাচনে ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্র ও ৫২ চন্ডিপুর বিধানসভা কেন্দ্র এবং কুমারঘাট মহকুমার দুই বিধানসভা কেন্দ্রর ভোট গণনা হবে রাধাকিশোর ইনস্টিটিউশনে। ভোট গণনা কেন্দ্র ও স্ট্রংরুমের প্রস্তুতির কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেইসব বিষয় নিয়েই খতিয়ে দেখতেই আজ উনারা যান। ইনস্টিটিউশন পরিদর্শন করার পর ঊনকোটি জেলার জেলাশাসক কার্যালয়ে উক্ত বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment