প্রতিনিধি কৈলাসহর:-লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুন্দর ভাবে পরিচালনা করার জন্য চূড়ান্ত প্রস্ততি নিচ্ছে প্রশাসন।এনিয়ে দফায় দফায় বৈঠক ও চলছে প্রশাসনিক স্তরে।আজ শুক্রবার সকাল নাগাদ জেনারেল অবজারভার,জেলা ইলেকশন অফিসার,অতিরিক্ত জেলা শাসক,কৈলাশহর মহকুমা শাসক তথা এ আর ও এবং অন্যান্য দপ্তরের কর্মীরা কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনের কাউন্টিং হল পরিদর্শন করেন।এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান মহকুমা শাসক তথা এ আর ও প্রদীপ সরকার।আসন্ন লোকসভা নির্বাচনে ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্র ও ৫২ চন্ডিপুর বিধানসভা কেন্দ্র এবং কুমারঘাট মহকুমার দুই বিধানসভা কেন্দ্রর ভোট গণনা হবে রাধাকিশোর ইনস্টিটিউশনে। ভোট গণনা কেন্দ্র ও স্ট্রংরুমের প্রস্তুতির কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেইসব বিষয় নিয়েই খতিয়ে দেখতেই আজ উনারা যান। ইনস্টিটিউশন পরিদর্শন করার পর ঊনকোটি জেলার জেলাশাসক কার্যালয়ে উক্ত বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
148