Home » নিজ বিধানসভায় রাজনৈতিক প্রচারে ঝড় তুললেন অর্থমন্ত্রী

নিজ বিধানসভায় রাজনৈতিক প্রচারে ঝড় তুললেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর:-

রাধা কিশোরপুর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুলেছে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বিধানসভা এলাকার প্রত্যন্ত জনপদ গুলিতে প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানিয়েছে দলীয় কর্মী সমর্থকরা । শুক্রবার সকালে রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত রাজারবাগ ৩৪ নং বুথে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন অর্থমন্ত্রী । রাজারবাগ এলাকার উন্নয়ন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছেন সাধারণ নাগরিকদের কাছ থেকে । রাধা কিশোরপুর বিধানসভা এলাকায় আরো কি কি উন্নয়ন প্রকল্প রূপায়ণ করা যায় সেই বিষয়েও মতামত সংগ্রহ করেছেন সাধারণ নাগরিকদের কাছ থেকে । এই দিন এলাকায় খোদ রাজ্যের অর্থমন্ত্রীকে দেখতে পেয়ে সাধারণ নাগরিকরা উল্লাসিত হয়ে পড়েন । রীতিমতো বাড়ি বাড়ি অর্থমন্ত্রীকে বরণ করে নিয়েছেন আমজনতা । একই সাথে রাজনৈতিক মহলের ধারণা , একদিকে যেমন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জেতানোর জন্য প্রচার অভিযান চলছে অন্যদিকে একটু বিধানসভার রাজনীতির প্রচারক একই সাথে সেরে ফেলছে দলীয় কর্মী সমর্থকরা । একটা সময় শহরবাসী মনে করছে বিধানসভা ভোটের প্রচারে যেন বের হচ্ছে দলীয় কর্মীরা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উদয়পুরে রাজনৈতিক সচেতন মহল মনে পড়ছে আগামী দিনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে বিপ্লব কুমার দেব বেরিয়ে আসবে বলে মনে করছে উদয়পুর বাসী।

You may also like

Leave a Comment