Home » ব্রাউন সুগার সহ পাঁচ নেশা কারবারি গ্রেপ্তার পুলিশের জালে

ব্রাউন সুগার সহ পাঁচ নেশা কারবারি গ্রেপ্তার পুলিশের জালে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উৎসবের মরশুমকে হাতিয়ার করে নেশাদ্রব্য বিক্রি করার জন্য সক্রিয় হয়ে উঠেছে নেশা বিক্রেতারা । মাতাবাড়ি চন্দ্রপুর এলাকার এক ভাড়াবাড়ি থেকে নেশা বিক্রেতা উৎপল নামে এক যুবকের ভাড়া ঘরে নেশা বিরোধী অভিযান চালায় রাধা কিশোরপুর থানার পুলিশ । একই সাথে উদয়পুর টেপানিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এই দুই জায়গায় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার করে পাঁচটি মোবাইল ফোন , ড্রাগস বিক্রি করার জন্য বহু কৌটা ও একটি প্যাকেট ভর্তি ড্রাগসের সাবান কৌটা। সর্বমোট বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি । নেশা বিরোধী অভিযানে রাধা কিশোরপুর থানার পুলিশ আবারো সচেষ্ট ভূমিকা দেখানোর ফলে নেশা বিক্রেতারা হঠাৎ করে স্তব্ধ হয়ে পড়েছে । প্রতিদিন উদয়পুর রেল স্টেশন লাগুয়া সরকারি রেল রাস্তার মধ্যে রাতের অন্ধকারে অথবা প্রকাশ্য দিনের বেলায় বহুদূরান্ত থেকে যুবকরা ভিড় জমায় উৎপল এর কাছে ড্রাগস নেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে তা খবর থাকলেও তাকে সঠিকভাবে তার ভাড়াবাড়িতে পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ সূত্রে খবর । কিন্তু গতকাল রাতে হঠাৎ এই অভিযান চালানোর ফলে উৎপল আর পালিয়ে যেতে সক্ষম হয়নি । অবশেষে পুলিশের বড় জালে ধরা পড়েছে । থানা সুত্রের খবর , শুক্রবার তাকে আদালতের প্রেরণ করা হবে । রাধা কিশোরপুর থানার সেকেন্ড ওসি ডারলং নেতৃত্বে এই ধরনের অভিযান কে কেন্দ্র করে স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে ।

You may also like

Leave a Comment