ধর্মনগর প্রতিনিধি।
একটি বাইক সোমবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে, সোনারুর বাসা চিড়ামিল এর কাছে আগুনে জ্বলছে। খবর পেয়ে ধর্মনগর অগনির্বাপক বাহিনীর লোকেরা ঘটনাস্থলে পৌঁছে দেখে টি আর জিরো টু এ-২৬২৩ নম্বরের একটি বাইক আগুনে জ্বলছে। ঘটনাথল থেকে বাবলু দাস বয়স ৩২ পেশায় বাইক মেকানিক তার দোকান নয়া পাড়াতে এবং সে রাজবাড়ীতে ভাড়া থাকে তাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়েছে। সে জানায় পিনাক নামে একটি ছেলে তার কাছে প্রায়ই তার না হয় তার আত্মীয়-স্বজনের বাইক ঠিক করাতে আসে। সোমবার বাবলু কে ডেকে নিয়ে যায় এবং কি একটা প্যাকেট তার মধ্যে ছিল সে তা তা লুকিয়ে বাবলু দেখে নেওয়া যায় পলায়ন করে। এলাকাবাসীদের অভিমত পিনাকের কাছে ড্রাগস ছিল। ক্ষুব্ধ এলাকাবাসীরা বাইকটি জ্বালিয়ে দেয়। ক্রমবর্ধমান ড্রাগসের কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রশাসন সক্রিয় হলেও ড্রাগস কারবারিরা তাদের ব্যবসা যেমন করেই হোক চালিয়ে যাচ্ছে। তবে জনগণের সচেতনতা তাদের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। পিনাকের বাড়ি কোথায় বা টাইটেল কি কিছুই জানা সম্ভব হয়নি।
কে বা কারা সোনারুর বাসা চিড়ামিনের কাছে একটি বাইক জ্বালিয়ে দিল।
105