Home » দশ কিমি ধাওয়া করেলগ বোঝাই গাড়ি ধরলেন বনকর্মীরা

দশ কিমি ধাওয়া করেলগ বোঝাই গাড়ি ধরলেন বনকর্মীরা

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। দুরন্ত গতির লগ বোঝাই গাড়ির পেছনে প্রায় দশ কিলোমিটার ধাওয়া করলেন চড়িলাম ফরেস্ট রেঞ্জের আধিকারিক এবং বনকর্মীরা। শেষ পর্যন্ত লগ বোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হয় বনকর্মীরা। ঘটনাটি ঘটে বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে চড়িলাম বনদপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা চন্দ্র নগর এলাকার অভিযানে যায়। খবর ছিল একটি নম্বর বিহীন গাড়িতে করে মূল্যবান গাছের লগ চন্দ্র নগরে যায়। লগ আনলোড হওয়ার আগেই পৌঁছে যায় বনকর্মীরা। বনদপ্তর কর্মীদের উপস্থিতি টের পেয়ে দেখতে পেয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বনদস্যুরা । দুরন্ত গতিতে ছুটতে থাকে লগ বোঝাই গাড়ি। ঝুঁকি নিয়ে পেছনে ধাওয়া করে বন কর্মীরা। প্রায় দীর্ঘ ১০ কিলোমিটার দূরে নবশান্তিগঞ্জ যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। গাড়ির চালক ঘটনাস্থল থেকে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বনদপ্তর আধিকারিক সুকান্ত দাস সহ অন্যান্য বন কর্মীরা বোলডজার দিয়ে গাড়িটি টেনে তুলে চড়িলাম বনদপ্তর অফিসে নিয়ে যায়। জানা যায় গাড়ি সহ গাছের লগের বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা । এগুলো বড়মুড়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ। প্রতিনিয়ত বিশালাকার গাছের লগ জম্পুইজলার বিভিন্ন পথে বিশালগড়ের চন্দ্র নগরে যায়। সেখানে রয়েছে বেআইনি স মিল। সিপাহীজলা বড়মুড়া সহ সংরক্ষিত বনাঞ্চল সাফ করে দিচ্ছে বনদস্যুরা। বামামলে চন্দ্র নগর জঙ্গল দস্যুদের নিরাপদ আখড়ায় পরিনত হয়েছিল। একসময় পুলিশ বনকর্মীরা সেখানে আক্রান্ত হয়েছিল। আজও সেখানে সমহিমায় রয়েছে বনদস্যুরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাফ হয়ে যাবে সংরক্ষিত বনাঞ্চল।

You may also like

Leave a Comment