Home » প‌রিত‌্যক্ত বা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমান অ‌বৈধ চেরা কাঠ জব্দ।

প‌রিত‌্যক্ত বা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমান অ‌বৈধ চেরা কাঠ জব্দ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।গোপন খব‌রের ভি‌ত্তি‌ত্বে শুক্রবার দুপু‌রে এক অ‌ভিযা‌নে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত সরসপুর জি‌পির ১ নম্বর ওয়ার্ডের এক প‌রিত‌্যক্ত বা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমান অ‌বৈধ চেরা কাঠ বা‌জেয়াপ্ত ক‌রে ত্রিপুরা প্রশাসন।এ‌তে প্রায় আড়াই’শ সিএফ‌টি চেরা কাঠ জব্দ হয়।প‌রে কাঠগু‌লো নি‌য়ে যাওয়া হয় বিভাগীয় কার্যাল‌য়ে।ত‌বে উক্ত অ‌ভিযা‌নে কাউ‌কে ধরপাক‌ড়ের কোন খবর পাওয়া যায়‌নি।এ‌দি‌নের এই অ‌ভিযা‌নে ‌নেতৃত্ব দেন ধর্মনগ‌রের এসডিএফও অ‌শোক কুমার।এ‌তে বন বিভাগের কর্মী সহ পু‌লিশ কর্মীরা স‌ঙ্গে ছি‌লেন।এ ম‌র্মে এসডিএফও অশোক বাবু স্থানীয় নাগরিকের কাছে অনুরোধ করেন যে যারা অবৈধ কাঠ পাচারের সাথে জড়িত তাদের বিষয়ে তথ্য দিলে বিভাগীয় প‌ক্ষে ক‌ঠোর প‌দক্ষেপ নেওয়া হ‌বে।এ‌তে তথ‌্য দাতা‌দের নাম প‌রিচয় সম্পূর্ণ গোপন রাখা হ‌বে

You may also like

Leave a Comment