ধর্মনগর প্রতিনিধি।
সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর থানাধীন পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনা পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জুলাল দাসের নিজের বাড়িতেই। ঘটনার পর একে অপরের বিপক্ষে অভিযোগ জানিয়ে হাসপাতালে ভর্তি। পঞ্চায়েত সদস্য মঞ্জুলাল দাসের বক্তব্য অনুযায়ী তার বড় ছেলে মনিলাল দাস, তাকে তার মাকে অর্থাৎ আরতি দাস কে, তার দুই মেয়েকে এবং তাদের ছোট ছেলের ঘরের নাতনি পায়েল দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় চড়াও হয়ে মারধর করে ধর্মনগর হাসপাতালে পাঠায়। এদিকে মন্জুলাল দাসের বড় ছেলে মতিলাল দাসের বক্তব্য অনুযায়ী তার বাবা-মা এবং বোনেরা একত্রিতভাবে মনিলাল দাস এবং তার স্ত্রী সবিতা দাসের উপর আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করে। সবাইকে ধর্মনগরের অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই বাড়ে উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে একে অপরের উপর দোষ দিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে। মনজুলাল দাস জানান এই ঘটনার সূত্রপাত 2017 সাল থেকে চলছে। ছোট ছেলে পরিবার নিয়ে বাবা মার সাথে থাকলেও বড় ছেলে মনিলাল দাস আলাদা থাকে। এবং সব সময়ই এদের মধ্যে কলহ লেগে রয়েছে। এমনকি বড় ভাই এবং ছোট ভাইয়ের বাচ্চাদের মধ্যে পর্যন্ত স্কুলে প্রতিদিন কলহ চলে। বাচ্চাদের মধ্যে কলহ চলতে চলতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর তা বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দুই অংশের মানুষ ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার সূত্রপাত এবং মূল্য রহস্য খতিয়ে দেখছে বলে জানা গেছে।
পূর্ব হরুয়া ৫ নং ওয়ার্ডের জায়গা সম্পত্তি নিয়ে একই পরিবারের মধ্যে মারপিট, ক্ষতবিক্ষত অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি একই পরিবারের চারজন।
141