Home » প্রায় দশ কোটি টাকার হিরোইন সহ গ্রেপ্তার এক এবং আটক একটি বলেরো গাড়ি।

প্রায় দশ কোটি টাকার হিরোইন সহ গ্রেপ্তার এক এবং আটক একটি বলেরো গাড়ি।

by admin

২১ আগস্ট চোরাই বাড়িতে একটি বড় ধরনের সাফল্যের পর দাম ছড়া নাকা পয়েন্টে আবার বড় ধরনের সাফল্য পেল উত্তর জেলা পুলিশ, প্রায় দশ কোটি টাকার হিরোইন সহ গ্রেপ্তার এক এবং আটক একটি বলেরো গাড়ি।
ধর্মনগর প্রতিনিধি।
২১ আগস্ট চোরাই বাড়িতে একটি বড় মাপের সাফল্য পেয়েছিল উত্তর জেলা পুলিশ। তার পক্ষ কালের মধ্যে আবারো উত্তর জেলার পুলিশের ঝুলিতে একটি বড় মাপের সাফল্য সংযোজিত হল। উল্লেখ্য গোপন সূত্রের ভিত্তিতে এক সেপ্টেম্বর থেকে অপেক্ষায় ছিল দামছড়া তথা উত্তর জেলার পুলিশ। দামছড়া নাকা পয়েন্টে পূর্বসূত্র অনুযায়ী পুলিশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ১৯ আগস্ট থেকে এক প্রান্ত চোরাই বাড়ি এবং অপর প্রান্ত রাজ্যের সাব্রুম পর্যন্ত যে পুলিশই তৎপরতা শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চূড়ান্ত চেকিং চলছে। দাম ছড়া থানার ওসি রাজু ভৌমিক এর নেতৃত্বে এবং উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নির্দেশে এক সেপ্টেম্বর থেকে দাম ছড়া নাকা পয়েন্টে প্রচন্ড তৎপরতার সাথে পুলিশ বিভিন্ন ছলে ছড়িয়ে ছিটিয়ে সক্রিয় ছিল। দুই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার সকাল দশটায় একটি বোলেরো গাড়ি আসে। পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ গাড়িটতে তল্লাশি চালায় এবং তল্লাশিতে আশ্চর্যজনক ভাবে একশো কৌটা হেরোইন ধরা পড়ে। যার ওজন এক কেজি ৩০০ গ্রাম এবং কালো বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। হিরোইনের পাশাপাশি আসামের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বলেরো গাড়িটিকে পুলিশ নিজেদের কব্জায় নিয়ে এনে তদন্ত শুরু করেছে। এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চলছে।

You may also like

Leave a Comment