প্রতিনিধি, বিশালগড় , ২ সেপ্টেম্বর।। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। দ্রুত তদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বেড়েছে সাজার হার। এতে আইনের প্রতি আস্থা বাড়ছে মানুষের। বিশালগড়ের চাঞ্চল্যকর মহিলা সাফাই কর্মী হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত।
পৌর পরিষদের মহিলা সাফাই কর্মীকে খুন এবং ধর্ষণ কান্ডে দুই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে শনিবার চুড়ান্ত রায় ঘোষণা করে আদালত। দোষীদের সশ্রম যাবতজীবন কারাদণ্ডে দন্ডিত করে সিপাহীজলা অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ২৭ এপ্রিল বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়। বিশালগড় পৌর পরিষদের মধ্য বয়স্কা মহিলা সাফাই কর্মী ঘটনায় তিনদিন আগে থেকে নিখোঁজ ছিল। বিশালগড় থানায় শাশুড়ী নিখোঁজের ডায়েরি করেন পুত্রবধূ সুমিত্রা দাস। ২৭ এপ্রিল তাদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত কূয়া থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর সন্দেহমূলে মুড়াবাড়ি এলাকার সুমন দাস কে আটক করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে চড়িলামের চন্দন দাসের নাম। নির্জনতার সুযোগে সুমন এবং চন্দন মিলে পাশবিক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে খুন করে মৃতদেহ পরিত্যক্ত কুয়ায় ফেলে দেয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলার আইনি প্রক্রিয়া শুরু করে। তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর রাজু ভৌমিক তদন্ত সম্পন্ন করে চার্জসিট জমা করে। দোষীদের জেল হাজতে রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ( ডি) / ৩০২/২০১/৩৪ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ। মোট পঁচিশ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। উল্লেখ্য অভিযুক্ত সুমন দাসের মা খুনী পুত্রের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছেন। যা প্রশংসনীয়। উভয় পক্ষের দীর্ঘ শোনানীর পর
শনিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ দেবাশিস কর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড দিলেন। খুনের অভিযোগ প্রমানিত হওয়ায় দোষীদের যাবত জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ধর্ষনের অভিযোগ প্রমানিত হয়নি। মৃতদেহ গুম করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড ভুগতে হবে দোষীদের। সরকার পক্ষে মামলা লড়েছেন আইনজীবী গৌতম গিরি।
খুন ও তথ্য লোপাট কান্ডে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত
138
previous post