Home » তৃতীয় বিবাহের জন‌্য দ্বিতীয় স্ত্রী‌কে বেদম প্রহার ক‌রে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দিল স্বামী

তৃতীয় বিবাহের জন‌্য দ্বিতীয় স্ত্রী‌কে বেদম প্রহার ক‌রে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দিল স্বামী

by admin

বর্তমান সভ‌্য সমা‌জে আজ‌কের দি‌নেও বহু বিবা‌হের প্রতি আকৃষ্ট হওয়া পুরু‌ষের সংখ‌্যা নেহাৎ কম নয়।আই‌নের চো‌খে একা‌ধিক বি‌য়ে অ‌বৈধ ব‌লে গণ‌্য করা হ‌লেও কে শু‌নে কার কথা।ফ‌লে এখনও সমা‌জের র‌ন্ধ্রে র‌ন্ধ্রে বহু বিবা‌হের অসাম‌জিক প্রচলন র‌য়ে গে‌ছে।এ‌নি‌য়ে স‌চেতন মহল দু‌শ্চিন্তায় র‌য়ে‌ছেন।এমনই এক ঘটনা প্রকা‌শ্যে বে‌রি‌য়ে আসায় চাঞ্চল‌্য দেখা দি‌য়ে‌ছে অসম-‌ত্রিপুরা রাজ‌্য সীমা‌ন্তের উত্তর ত্রিপুরার চোরাইবা‌ড়ি থানাধীন শ‌নিছড়া এলাকার নদীয়াপুর গ্রা‌মে।উক্ত ঘটনায় তৃতীয় বি‌য়ে করার জন‌্য এক ব‌্যক্তি নি‌জের দ্বিতিয় স্ত্রী‌কে বেধড়ক ভা‌বে পি‌টি‌য়ে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দেবার খবর পাওয়া গে‌ছে।এ কা‌ন্ডে নির্যা‌তিতা দ্বি‌তিয় স্ত্রী সাহানা বেগ‌মের অ‌ভি‌যোগ তার স্বামী বিলাল উ‌দ্দিন ফের বি‌য়ে কর‌বেন ব‌লে উতলা হ‌য়ে উ‌ঠে‌ছেন।‌বিলাল বর্তমা‌নে আসামের এক মোল্লার আত্মীয়কে বিয়ে করতে উ‌ঠেপ‌ড়ে লে‌গে‌ছেন।এ‌নি‌য়ে গত স‌তে‌রো জুন তাদের বা‌ড়ি‌তে ঝগড়া বিবাদ হ‌লে স্বামী বিলাল তা‌কে মারধর করে দুই শিশু সহ বা‌ড়ি থে‌কে বের করে দেন।বর্তমা‌নে তি‌নি নিরুপায় হয়ে এক আ‌ত্মি‌য়ের বাড়িতে আশ্রয় নি‌য়ে‌ছেন।ঘটনার দুদিন পর অর্থাৎ বিশ জুন এ ম‌র্মে তি‌নি বিস্তর জানিয়ে ‌ত্রিপুরার চোরাইবাড়ি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেছেন।‌বিষয়‌টি বর্তমা‌নে খ‌তি‌য়ে দেখ‌ছে পু‌লিশ।এ‌দি‌কে এ‌হেন চাঞ্চল‌্যকর কান্ড সম্প‌র্কে চোরাইবা‌ড়ি পু‌লিশ‌কে জান‌তে গে‌লে পু‌লি‌শের এসআই শিবুরঞ্জন দে ঘটনাটির সত‌্যতা স্বীকার ক‌রে জানান যে বিষয়‌টি খ‌তি‌য়ে দেখার জন‌্য পু‌লি‌শের প‌ক্ষে ত্রিপুরার সমাজ শিক্ষা ও কল্যাণ দপ্তরের নিকট সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে।তা‌দের রি‌পোর্ট হা‌তে আসার পর বা‌কি ব‌্যবস্থা গ্রহন করা হবে।

You may also like

Leave a Comment