Home » মধুপুরে আটক বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের ২ রোহিঙ্গা

মধুপুরে আটক বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের ২ রোহিঙ্গা

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২ ফেব্রুয়ারী।। মধুপুর থানাধীন জাম চৌমুহনি এলাকায় পুলিশের জালে ২ জন বাংলাদেশী রোহিঙ্গা। রবিবার তাদের আটক করে পুলিশ। এইদিনই ধৃত রোহিঙ্গাদের বিশালগড় মহকুমা আদালতের সোপর্দ করে মধুপুর থানার পুলিশ। জানা যায়, দিল্লি থেকে ট্রেনে করে আগরতলায় রেলস্টেশনে এসে অটো গাড়ি করে রবিবার দুপুরে মধুপুর জাম চৌমুহনি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাড়ি দেওয়ার পথে মধুপুর থানা পুলিশের হাতে ধরা পড়ে রোহিঙ্গারা। গ্রেপ্তার অভিযুক্ত দুই বাংলাদেশি রোহিঙ্গার নাম মোহাম্মদ রফিক ( ২৯), পিতার নাম জয়াদুল হক। বাড়ি বাংলাদেশ কক্সবাজার পালংহালি রিফিউজি ক্যাম্প। অপরজন ওমর ফারুক (২৩) পিতার নাম সুলেমান বাড়ি কক্সবাজার বাংলাদেশ বলুখালী রিফিউজি ক্যাম্প। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে মামলা নেয় মধুপুর থানার পুলিশ।

You may also like

Leave a Comment