শান্তিরবাজার প্রতিনিধি :মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কাজকরেযাচ্ছেন। কোনোপ্রকার অন্যায়কে পশ্রয় দেননা ওসি জয়ন্ত দাস। তিনি আইনের রক্ষক হয়ে কাজকরার পাশাপাশি প্রতিনিয়ত সমাজসেবা মূলক কাজকরেথাকেন। জয়ন্ত দাসের এইধরনের কাজের জন্য তিনি সকলের মনে বিশেষ জায়গাকরেনিয়েছেন। জয়ন্ত দাস মনপাথর ফাঁড়ী থানায় থাকাকালিন অপরাধের সংখ্যা অনেকটা কমেছেন। এরইমধ্যে দেখাযাচ্ছে যুবসমাজকে ধ্বংস করারলক্ষ্যে কিছু সংখ্যক লোকজন নেশার রমরমা ব্যাবসা করছে। রাজ্যসরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে। রাজ্যসরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করেযাচ্ছে ওসি জয়ন্ত দাস। উনার এলাকায় উত্তর তাকমা এলাকায় গাঁজা চাষের খবর পেয়ে বিশালবড় পুলিশ বাহিনী নিয়ে গাঁজা বাগান ধ্বংস করেন। শুক্রবার সকালবেলা এই অভিযান চালানোহয়। আজকের এই অভিযানে প্রায় ২ হাজার গাঁজা গাছ নষ্ট করাহয় বলে জানাযায়। ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে বিগতদিনেও এইধরনের অভিযান চালাতে দেখাযায়। জয়ন্ত দাসের এইধরনের অভিযানে খুবই খুশি স্থানীয় লোকজনের। সকলে আশাবাদী ওসি জয়ন্ত দাসের নেতৃত্ব যুব সমাজ নেশার করলগ্রাস থেকে মুক্তিপাবে । নেশামুক্ত ত্রিপুরা গঠনের সঠিক পথ দেখাচ্ছে ওসি জয়ন্ত দাস। জানাযায় ওসির এইধরনের অভিযান আগামীদিনেওজারীথাকবে।
44