Home » মাতা বাড়িতে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মাতা বাড়িতে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

by admin

 প্রতিনিধি, উদয়পুর : দেবী পক্ষের শুভ সূচনায় শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দির পরিসরে আয়োজিত ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এদিন সন্ধ্যা রাতে মুখ্যমন্ত্রী প্রথমে মাতার বাড়িতে পৌঁছে মায়ের কাছে সোজা চলে যান পূজা-অর্চনা করার জন্য । পুজো অর্চনা শেষ করে মুখ্যমন্ত্রী মন্দির পরিক্রমা করেন । মন্দিরে পূজার্চনা শেষ করে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল মঞ্চে গিয়ে উদ্বোধন করেন সাংস্কৃতিক সন্ধ্যার ।‌ স্বাগত ভাষণ রাখেন গোমতি জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন , ত্রিপুরেশ্বরী মন্দিরের শুরু হয়েছে ত্রিপুরাসুন্দরী ফেস্টিভ্যাল উৎসব । রাজ্যের অর্থমন্ত্রীর সুচিন্তা ধারায় এত সুন্দর একটি অনুষ্ঠান মাতারবাড়িতে শুরু হয়েছে । সাথে মাতাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের সাহায্য তার পেছনে রয়েছে । এখন বর্তমানে সরকারিভাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে গোটা অনুষ্ঠানটি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন বাইরে থেকে প্রায় শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে এবং সেই সাথে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে বহু পুণ্যার্থী আসেন মাতা বাড়িতে পুজো দেওয়ার জন্য । পর্যটন কেন্দ্র হিসেবে মাতার বাড়ির দেশের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে । সনাতন ঐতিহ্যকে ধরে রাখার যে আয়োজন তা খুবই প্রশংসার যোগ্য । ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে দেশের প্রধানমন্ত্রী সাথে কথা হয়েছে এবং প্রসাদ প্রকল্পে যে কাজ চলছে তা যেন খুব তাড়াতাড়ি করা যায় তার চেষ্টা চলছে। সারা ভারতবর্ষের মধ্যে মাতারবাড়ি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং তাকে কেন্দ্র করে তার আশেপাশে গড়ে উঠবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তার সাথে জড়িয়ে থাকবে বিভিন্ন জীবন জীবিকা। কিন্তু এদিন ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্প করে অনুষ্ঠান শেষ করতে হয়। মহালয়া কে কেন্দ্র করে গোটা মাতারবাড়িকে আলোকমালা এবং নানা বাহারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় , রামপদ জমাতিয়া ও গোমতী জিলা সভাধিপতি দেবল দেবরায় , জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রমূখ ।বুধবার সন্ধ্যা রাতে মাতা বাড়িতে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার ।

You may also like

Leave a Comment