প্রতিনিধি, উদয়পুর :- আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। সেই উৎসবকে সামনে রেখে ত্রিপুরার অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় নিজ উদ্যোগে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের খিলপাড়া , ভাঙ্গারপাড় ও সোনামুড়া চৌমুহনী এলাকায় দূর্গা পূজা উপলক্ষে অর্থমন্ত্রী নিজ হাতে গরীব অংশের সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেন । এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , যে এক ভয়াবহ বন্যা কিছুদিন আগে তার তান্ডব লীলা চালিয়েছে গোটা রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র জুড়ে । এই বন্যার পরে সাধারণ মানুষ এখনো নিজেদেরকে এক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু তার মাঝেই এক বড় উৎসব সামনে এসে হাজির হয়েছে। সুখ দুঃখ নিয়েই চলতে হবে এই জীবন । তাই এই বছর ছোট্ট একটি উপহার দিয়ে এই বছর সকলে মিলে যেন দুর্গাপূজা উৎসবে আনন্দ করা যায় সেজন্য নিজ উদ্যোগে এই ধরনের বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিধানসভা এলাকার সমস্ত অংশের জনগণ।
46
previous post