প্রতিনিধি, গন্ডাছড়া :- ধলাই জেলার দুর্গম মহকুমা হিসেবে পরিচিত গন্ডাছড়া। পাহাড়ি বনাঞ্চলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মহকুমা। কিন্তু আজ সবই অতীত। বনদস্যরা গন্ডাছড়া মহকুমার দাঙ্গাবাড়ি, বড়বাড়ি, জগবন্ধু পাড়া, বিশ্বরাম পাড়া, কালাঝাড়ি , তুই-চাকমা, নারিকেল কুঞ্জ, হাতিমাথা, ভগিরথ পাড়া, কল্যাণসিং, রতননগর,বোয়ালখালী সহ রইস্যাবাড়ির বিভিন্ন এলাকায় দিনে রাতে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে। বন দফতর এসব বনদস্যদের বিরোদ্ধে কোন এক অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। যদিও অনেক সময় এলাকাবাসীদের চাপে পড়ে দপ্তরের কর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিলে উল্টো বিভিন্নভাবে দপ্তরের কর্মীরা হয়রানির স্বীকার হতে হয়। সোজা কথা বনদস্যরা মহকুমা এলাকা জুড়ে বিনা ভাদায় একের পর এক বনাঞ্চল ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। শুধু তাই না বর্তমানে বনদস্যরা শহর অঞ্চলের বিভিন্ন অফিস আদালতের গাছপালা গুলিতেও দাবা বসাতে শুরু করেছে। সম্প্রতি গন্ডাছড়া সিডিপিও অফিসে বনদস্যুরা একাধিক মূল্যবান আগর গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় সিডিপিও অফিস কর্মীদের পাশাপাশি অন্যান্য অফিস কর্মচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাবি উঠেছে এসব বনদস্যুদের চিহ্নিত করে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণের।
গন্ডাছড়া সিডিপিও অফিসে বনদস্যুদের হানা, ধ্বংস একাধিক গাছ
133