Home » ১১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো পুলিশ

১১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো পুলিশ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল দক্ষিণ ত্রিপুরা জেলার পিআর বাড়ি থানার পুলিশ । শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ গোপন খবরের ভিত্তিতে পিআরবাড়ি থানার পুলিশ গভীর জঙ্গলে ১২০ প্যাকেট ব্যাগ উদ্ধার করে প্লাস্টিকে মোড়ানো । এরমধ্যে তল্লাশি চালিয়ে পুলিশ ১১৮ কেজি শুকনো গাঁজা, উদ্ধার করতে সক্ষম হয় । কিন্তু কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিআরপিসির ১০২ ধারায় পুলিশ মামলা নিয়ে একটি তদন্ত শুরু করেছে । কোথায় থেকে শুকনো গাঁজাগুলি এই গভীর জঙ্গলে রাখা হয়েছে তার খোঁজ শুরু করেছে থানার ওসি রতন রবিদাস। এদিন পুলিশ এই গাঁজা গুলিকে উদ্ধার করার ফলে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছ থেকে সুনাম কুড়িয়েছে পুলিশ । যেভাবে পুলিশ এই গাঁজাগুলিকে বাজেয়াপ্ত করেছে একপ্রকার বলা যেতেই পারে পার্শ্ববর্তী বাংলাদেশ তা পাচার করার জন্য পাচারকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছে ওয়াকি বহাল মহল ।

You may also like

Leave a Comment