150
প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বাজার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ডিঙ্গিয়ে ভারতের প্রবেশ করল তিনজন বাংলাদেশী নাগরিক। জানা গেছে মঙ্গলবার সকালে ভারতে প্রবেশ করেছে তাঁরা। স্থানীয়রা তাঁদের আটক করে পরবর্তী সময়ে তুলে দেয় সিধাই থানার পুলিশের হাতে। স্থানীয়দের অভিযোগ এলাকাতে বিভিন্ন সময় চুরি কান্ড সংগঠিত এবং অসামাজিক কাজের সাথে জড়িত থাকতে পারে এই অবৈধ অনুপ্রবেশ কারীরা। যদিও অভিযুক্তরা জানিয়েছে তাঁরা ভারতের প্রবেশ করেছে ভিক্ষাবৃত্তি করার জন্য। তবে এলাকাতে যে ধরনের চুরির ঘটনা সংঘটিত হচ্ছে তাঁকে কেন্দ্র করে স্থানীয়দের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাঁদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।