Home » বামুটিয়ায় উদ্ধার নেশা সামগ্রী

বামুটিয়ায় উদ্ধার নেশা সামগ্রী

by admin

প্রতিনিধি মোহনপুর:-গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গুটিয়া এলাকা থেকে বেশ কিছু নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই দিন বামুটিয়া বিওপি সংলগ্ন এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে কফ সিরাপ জাতীয় নেশা সামগ্রী ও ৩.৫ কিলো গাঁজা। মোহনপুর এসডিপিও সব্যসাচী দেবনাথের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানে ৪৩৯ বুতল নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এই এলাকার এক নেশা কারবারীর বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুদ থাকার খবরে ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।তার বাড়িতে কিছু পাওয়া না গেলেও তার বাড়ি পেছনের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই নেশা সামগ্রীগুলো। তবে উদ্ধার হওয়া নেশা সামগ্রীর সাথে উক্ত নেশা কারবারির কোনো ধরনের সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

You may also like

Leave a Comment