প্রতিনিধি,গন্ডাছড়া 2 এপ্রিল:- গন্ডাছড়া গিরাচন্দ্র পাড়ার বিরহাবালা ত্রিপুরা খুনের এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত কমল ত্রিপুরাকে আটক করে গন্ডাছড়া থানার পুলিশ। শনিবার অভিযুক্ত কমল ত্রিপুরাকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে গন্ডাছড়া থানার পুলিশ গিরাচন্দ্র পাড়া থেকে কমল ত্রিপুরাকে আটক করে। থানাতে পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায়। শুক্রবার রাতে পুলিশের টানা জিজ্ঞাসা বাদে কমল ত্রিপুরা স্বীকার করেন তিনিই বিরহা বালা ত্রিপুরাকে খুন করেন। এদিকে গন্ডাছড়া থানার পুলিশ তার বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেন। যার কেইস নাম্বার ০৯, ২০২৩। ধারা ৩০২ আইপিসি। উল্লেখ্য গত ২৫ মার্চ শনিবার সকালে বিরহা বালা ত্রিপুরা বাড়ির পাশে জুম খেতে যায় সব্জী সংগ্রহ করতে। এদিন সন্ধ্যা গুনিয়ে রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনরা খোঁজাখুঁজি করতে শুরু করে। অনেক খুঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে পরদিন ১২ ব্যাটেলিয়ানের গিরাচন্দ্র পাড়া টিএসআর ক্যাম্পে জানান। টিএসআর এবং এলাকাবাসীদের যৌথ তল্লাশিতে জুম খেতের পাশে গাছের সাথে বাঁধা মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গন্ডাছড়া গিরাচন্দ্র পাড়ার বিরহাবালা ত্রিপুরা খুনের এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত কমল ত্রিপুরাকে আটক করে গন্ডাছড়া থানার পুলিশ।
by admin
written by admin
100
next post