117
উদয়পুর প্রতিনিধি
আগামী ১৬ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভায় নির্বাচন । বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই দলীয় প্রচার করতে শুরু করেছে । কিন্তু তার মাঝেই বাড়ি ঘরে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন ধরানো প্রচার সজ্জা নষ্ট করা ইত্যাদি শুরু হয়েছে গোমতী জেলায় । বুধবার গভীর রাতে কড়ইয়ামুড়া গ্রামের বাসিন্দা তথা বাম কর্মী তরু মিয়ার গাড়ি আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা । সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় মালবাহী বলেরু গাড়িটি । এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল । সেই সাথে এই ঘটনার নিন্দা প্রকাশ করেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি ।