Home » গভীর রাতে উদয়পুর রাজারবাগ এলাকায় বিজেপির প্রচারসজ্জা নষ্ট করে দেয় রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা

গভীর রাতে উদয়পুর রাজারবাগ এলাকায় বিজেপির প্রচারসজ্জা নষ্ট করে দেয় রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা

by admin

উদয়পুর প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব যত সামনের দিকে এগিয়ে আসছে ততই বাড়ছে উদয়পুর রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা । বুধবার গভীর রাতে উদয়পুর রাজারবাগ এলাকায় বিজেপির প্রচারসজ্জা নষ্ট করে দেয় রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা । এই ঘটনা বৃহস্পতিবার সকালে দেখতে পায় এলাকার বিজেপি কর্মীরা । এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে কর্মীরা । উদয়পুরের রাজনৈতিক মহলের অভিমত প্রচারসজ্জা নষ্ট কে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে উদয়পুরের রাজনীতির পরিবেশ । এই প্রচারসজ্জা নষ্ট কে ঘিরে বিজেপি কর্মীরা অভিযোগ করে রাতের অন্ধকারে সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তারা অভিযোগ করে । সব মিলিয়ে উদয়পুর রাজারবাগ এলাকার ৩৯ নং বুথে ব্যাপক চাপা ক্ষোভ বিরাজ করছে বিজেপি কর্মীদের মধ্যে

You may also like

Leave a Comment