আসন্ন বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভাকেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করারলক্ষ্যে শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং বাজার এলাকায় অনুষ্ঠীত করাহয় বিজয় সংকল্প জনসভা। আজকের জনসভায় প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। প্রধানবক্তার পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, প্রদেশ বিজেপির যুবমোর্চার সভাপতি নবাদল বনিক, প্রার্থী গৌতম সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের জনসভায় বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীরকথা জনসন্মুখে তুলেধরেন তারপাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করারবিশেষ আহব্বান জানান। বিজেপি কতৃক আয়োজিত আজকের এই জনসভায় বক্তাদের বক্তব্যশেষে অনুষ্ঠীতহয় যোগদানসভা। আজকের এই যোগদানসভায় বিভিন্ন দলছেরে ১৪ পরিবারের ৫৯ ভোটার বিজেপিতে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলিয়পতাকা দিয়ে বরন করেনেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা।
৩৫ বিলোনিয়া নির্বাচনী জনসভায় পদ্মের শিবিরে যোগ দিলেন ৬৯ ভোটার রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে।
by admin
written by admin
101