Home » গোলাঘাটিতে শীতবস্ত্র বিতরণ ও পথসভা

গোলাঘাটিতে শীতবস্ত্র বিতরণ ও পথসভা

by admin

প্রতিনিধি,বিশালগড়, ২ জানুয়ারি।। ভোটের প্রচারে বহু যোজন এগিয়ে গিয়েছে শাসক দল বিজেপি। ঘরে ঘরে বিজেপি অভিযানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। ইংরেজি নতুন বছরের শুরুতেই প্রচারে ঝড় তুলেছে বিজেপি। মন্ডল প্রদেশ ভিত্তিক সবগুলি মোর্চা পৃথকভাবে জনসভা করছে। মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে এবার শুরু হয়েছে বুথ ভিত্তিক পথসভা এবং উঠোন সভা। গোলাঘাটি বিধানসভার ৭ এবং ৩২ নম্বর বুথে বিজেপির বুথ ভিত্তিক কার্যক্রমে কার্যকর্তাদের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। প্রতি বুথে বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে সংঘবদ্ধভাবে কাজ শুরু করেছে সকল স্তরের কার্যকর্তা। সোমবার সন্ধ্যা রাতে গোলাঘাটি বিধানসভার গোলাঘাটি পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ ধলীপুকুরে বিজেপির পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে শীত কম্বল বিতরন করা হয়। এছাড়া সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বুথ সভাপতি সুজিত সিনহা প্রমুখ। মহিলা স্বশক্তিকরণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প গুলো নিয়ে আলোচনা করেন মৌসুমী দাস। জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সন্ত্রাস ইস্যুতে সিপিএমকে তুলোধুনো করেন। বলেন পঁচিশ বছর অনেক মায়ের বুক খালি হয়েছে। পুত্র হারিয়েছে পিতা, স্ত্রী হারিয়েছে স্বামী। এই সিপিএমের মুখে গণতন্ত্রের কথা বেমানান। তিনি বলেন বিজেপি রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন উন্নয়ন তরান্বিত করতে আগামী বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে বিজেপিকে জয়ী করুন। এছাড়া এদিন সন্ধ্যায় গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে প্রবীণ কার্যকর্তা মানিক দাসের বাড়িতে উঠোন সভা অনুষ্ঠিত হয়। সেখানে কিছু সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন। উঠোন সভায় ছিলেন মন্ডল সহসভাপতি কিশোর ঘোষ, শক্তি ইনচার্জ গৌতম দেবনাথ, বুথ সভাপতি তপন সাহা। উপস্থিত নরনারীর উৎসাহ উদ্দীপনা স্পষ্ট ভাবে জানান দিচ্ছে বুথে বুথে জয়ের পথে এগোচ্ছে বিজেপি।

You may also like

Leave a Comment