প্রতিনিধি, বিশালগড় , ১ মার্চ।। সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানেই অনিয়ম হবে সেখানেই নেয়া হবে কঠোর পদক্ষেপ। এরই প্রতিফলন ঘটলো সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসের আর্থিক ঘোটালার নায়ক অফিসের ক্লার্ক জন জমাতিয়া সহ তিন পুলিশ কর্মী এবং একজন সবজি ব্যবসায়ীকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। দুর্নীতির মূল নায়ক জন জমাতিয়া কে কিল্লা থানার অধীন রাইয়া বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ সুপার অফিস থেকে অপর ক্লার্ক সুচিত্র সিনহা কে এবং খোকন দে কে আটক কর হয় । পুলিশ সুপার অফিসের কনস্টেবল হরিনাথ দেববর্মাকে ও আটক করা হয় । বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজের বয়রা মুড়া এলাকার সবজি ব্যবসায়ী ফণীলাল দেববর্মা কে ও তার বাড়ি থেকে শুক্রবার রাতে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ । অভিযুক্তরা সরকারি অর্থ নয়ছয় করেছে । এই দুর্নীতির মাস্টারমাইন্ড অফিসের ক্লার্ক জম জমাতিয়া আটককৃত বাকি চারজনের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছে । হরিনাথ দেববর্মার একাউন্টে টাকা ঢুকিয়েছে তিন লক্ষ। তাকে আগেই বরখাস্ত করা হয়েছিল। সুচিত্র সিনহার একাউন্টে টাকা ঢোকানো হয়েছিল ৯৬০০০ । যদিও সুচিত্র সিনহা সেই টাকা চালান কেটে সরকারের কোষাগারে জমা দিয়েছে । ক্লার্ক খোকন দে র একাউন্টে টাকা ঢুকিয়েছে ৭৫ হাজার। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কোন নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন খোকন। তাকে শুক্রবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে । সবজি ব্যবসায়ী সহজ সরল ফনীলাল দেববর্মা জানেন না তার অ্যাকাউন্টে জন দেববর্মা আর্থিক কেলেঙ্কারির কত টাকা ঢুকিয়েছে। কারণ তার এটিএম কার্ড রয়েছে জন দেববর্মার নিকট। তাই তিনি জানেন না তার একাউন্টে কত টাকা ঢুকেছে এবং কত টাকা তুলে নিয়েছে কেলেঙ্কারির মূল নায়ক জন জমাতিয়া। সিপাহীজলা পুলিশ সুপার অফিসে দীর্ঘদিন ধরেই ক্লার্ক জন জমাতিয়ার নেতৃত্বে চলছিল আর্থিক ঘোটালা। বিশেষ অডিটে উঠে আসে দুর্নীতির চিত্র। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। মামলা গড়ায় থানায়। শুক্রবার রাতে অভিযুক্ত পাঁচজনকে গারদে পুড়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। রবিবার তাদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।
আর্থিক কেলেঙ্কারি কান্ডে গ্রেপ্তার সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসের কর্মচারী সহ পাঁচ
by admin
written by admin
130
previous post