Home » কুমার শচীন দেববর্মনের ১১৮ তম জন্ম জয়ন্তী পালন উদয়পুরে

কুমার শচীন দেববর্মনের ১১৮ তম জন্ম জয়ন্তী পালন উদয়পুরে

by admin

 প্রতিনিধি, উদয়পুর : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ,বিদ্যালয় শিক্ষা দপ্তর , উদয়পুর পৌর পরিষদ এবং গোমতী জেলা পরিষদের সহযোগীতায় কুমার শচীন দেববর্মনের ১১৮ তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে মঙ্গলবার দুপুর একটায় । প্রদীপ প্রজ্জ্বলন ও কুমার শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি সুজন সেন ।‌ এছাড়া ছিলেন , বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিক ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমূখ । অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন , বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায়শ তাঁকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। শচীন দেব বর্মনের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন অনুষ্ঠিত হয় টাউন হলে । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুর শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

You may also like

Leave a Comment