প্রতিনিধি, উদয়পুর : প্রতিবছরের মতো এই বছরও সার্বজনীন দুর্গা উৎসবে ব্রতী হয়েছেন উদয়পুর ধ্বজনগর জুয়েল ক্লাব । দুর্গাপূজা নিয়ে মঙ্গলবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ক্লাবের সভাপতি সম্পাদক ও কোষাধক্ষ্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরা । ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক বৈঠকে জানান , বন্যার কারণে জুয়েল ক্লাবের একটি বিশাল অংশ গ্রামীণ এলাকাগুলি বন্যাকবলিত হয়েছিল । এর ফলে এই বছর দুর্গাপূজার চাঁদা সেই সকল এলাকা থেকে নেওয়া হচ্ছে না । এবার গত বছরের ২৭ লাখের সেই বাজেট কমিয়ে ১৭ লাখ টাকার বাজেটে নিয়ে আসা হয়েছে পুজো । এছাড়া পূজোর তিনদিন থাকছে নানা সংস্কৃতি অনুষ্ঠান। সেই সাথে পঞ্চমীতে তার উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী । ক্লাবের কর্মকর্তারা জানান এই বছরের পূজোর থিম হচ্ছে মায়ের স্নেহের আঁচলে আমরা । পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছে দুর্গা প্রতিমা নির্মাণকারী শিল্পীদের। অন্যদিকে স্থানীয় শিল্পীর যারা তৈরি হচ্ছে আলোকসজ্জা ও মন্ডপ । সেই সাথে নানা আলোক বাহারি সাজে সাজানো হচ্ছে গোটা ক্লাবের প্রাঙ্গণকে । সব মিলিয়ে আর কিছু দিনের অপেক্ষায় যেন প্রহর গুনছে যে ক্লাব এলাকার সমস্ত অংশের জনগণ ।
97
previous post