Home » দিন-দুপুরে খোয়াই শহরে টাকা ছিনতাই

দিন-দুপুরে খোয়াই শহরে টাকা ছিনতাই

by admin

প্রতিনিধি : খোয়াই।সুভাষপার্কে দিনদুপুরে এক মহিলার ব্যাগ কেটে পাঁচ হাজার টাকা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১ নাগাদ। জানা যায়, বয়স ৫৩ বছরের তবলা বাড়ি এলাকার রত্না দাস সুভাষ পার্ক বাজারে বাড়ির কাজে আসে। পরবর্তী সময়ে সুভাষপার্ক কালিবাড়ী সহ আশপাশ এলাকায় বিভিন্ন জিনিস বাজার করে। পরবর্তীতে নিজের কাজে একটি ব্যাগের দোকানে গেলে সেখান থেকেই নাকি ওই মহিলার ব্যাগ কেটে আনুমানিক ৫০০০ টাকা নিয়ে যায় কে বা কারা। পরবর্তীতে ওই মহিলা সুভাষ পার্ক আউট পোস্ট এর দ্বারস্থ হয়। সেখানে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন মহিলা। মহিলা জানান, কয়েকজন মিলে তাকে অনেকক্ষণ ধরে ফলো করছিল। হয়তোবা তারাই এই ঘটনাটি সংঘটিত করেছে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় সুভাষপার্ক এলাকায়। আশ্চর্যের বিষয় হলো খোয়াই শহরের একেবারে প্রাণকেন্দ্র সুভাষ পার্কে দিন-দুপুরে এরকম ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু হয়েছে প্রত্যেকটি মহলে।

You may also like

Leave a Comment