103
আজ ভোর বেলা
মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযুগে গ্রেপ্তার হয়েছে এক মহিলা জি আর পি থানায়। তাকে গ্রেফতার করার জন্য আজ ভোর রাত থেকেই এমবুসে বসেছিল জিআরপি থানা, আমতলী থানা পুলিশ এবং শ্রীমন্তপুর বিওপির বিএসএফ। অনেকদিন ধরে সে পালাতক ছিল। এ নিয়ে তাকে জিজ্ঞাসা বাদ চলছে, আজ উনাকে মহামান্য আদালতে পাঠানো হবে। উনার নাম পারুল বেগম (৪২) স্বামীর নাম -রঙ্গ মিয়া, বাড়ি- মতিনগর, ইন্দু -বাংলা ফেনসিনের সঙ্গে, আমতলী থানার অন্তর্গত। তিনি অনেকদিন যাবত বাংলাদেশের এপার ওপার থেকে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে সহায়তা করত।