ধর্মনগর প্রতিনিধি।
চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে সোমবার বেলা বারোটা নাগাদ ধর্মনগর থেকে করিমগঞ্জ যাওয়া দুটি মিনি বাস থেকে গাঁজা সহ ৫ পাচারকারীকে আটক করলো চুরাইবাড়ি থানার পুলিশ। তাদের শরীর ও সাথে থাকা দুটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এই বিষয়ে থানার ওসি সমরেশ দাস জানিয়েছেন, চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে AS 01 FC 2535 এবং AS 24C 6171 নম্বরের দুটি বাস থেকে মোট ৫ জন সন্দেহভাজন লোককে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে প্রথম বাস থেকে দুইজন ও দ্বিতীয় বাস থেকে তিনজনের কাছ থেকে মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দ্বিতীয় বাসের তিন জনের শরীরে বাঁধা অবস্থায় ছিল গাঁজা। ধৃতরা হলো সুভাষ কুমার (২৭), রাঘব কুমার (১৮), গোলু কুমার (১৯), শিব কুমার (২৫) ও জিতেন কুমার তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালো বাজার মূল্য ৪ লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ধর্মনগর থেকে করিমগঞ্জ যাওয়া দুটি মিনি বাস থেকে গাঁজা সহ ৫ পাচারকারীকে আটক করলো চুরাইবাড়ি থানার পুলিশ।
144
previous post