প্রতিনিধি মোহনপুর:-লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোহনপুর বিধানসভা এলাকার তিপ্রা মথা,আইপিএফটি এবং বিজেপির যৌথ সংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সোমবার। এদিনের এই সাংগঠনিক সভাতে উপস্থিত ছিলেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করানোর লক্ষ্যে মোহনপুর বিধানসভা এলাকাতে যৌথভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছে তিপ্রা মথা, আইপিএফটি ও বিজেপি। এলাকার সিংহভাগ ভোটারদের ভোট বিপ্লব কুমার দেবের ঝুলিতে যাতে পরে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন দলীয় নেতৃত্ব। এদিন মন্ত্রী রতন লালনাথ তিন দলের স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করলেন। এদিনের এই সভাতে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার নেতা রঞ্জিত দেববর্মা, আইপিএফটির পক্ষে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসির ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা এবং তিপ্রা মথা দলের পক্ষে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা।
লেফুঙ্গায় বিপ্লব কুমার দেবের সমর্থনে তিন দলের সভা
109
previous post