Home » বিশালগড়ে আক্রান্ত সাংবাদিক, গ্রেপ্তার সমাজদ্রোহী

বিশালগড়ে আক্রান্ত সাংবাদিক, গ্রেপ্তার সমাজদ্রোহী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড়ের সাংবাদিক প্রসেনজিৎ রায়ের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে একদল দুষ্কৃতি । ঘটনার এক ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশালগড় মোটরস্ট্যন্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দুপুরে বাইপাসের একটি গ্যারেজে গাড়ি ধুয়াতে যায়। সেখানে গ্যারেজের মালিককে মারধোর করে অভিযুক্ত আমবাগান এলাকার বিন্দু রায়। খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে যায় সাংবাদিক প্রসেনজিৎ রায় । গাড়ি গ্যারেজ মালিকের অভিযোগের স্পষ্টীকরণ জানতে বিন্দু রায়ের দোকানে গেলে সাংবাদিক প্রসেনজিৎ রায় কে নিগৃহীত করে বিন্দু রায় । এরপর আক্রান্ত প্রসেনজিৎ রায় বিষয়টি মৌখিকভাবে প্রেস ক্লাবে জানান। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ ঘটনার সুস্পষ্ট তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। তখন অভিযুক্ত বিন্দু রায় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি মিটমাটের প্রস্তাব দেন। স্থানীয় ব্যবসায়ী এবং প্রেস ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে ঘটনার মিমাংসার উদ্যোগ নেয়া হয়। তখন সাংবাদিক প্রসেনজিৎ রায় কে সেখানে যাওয়ার জন্য বলা হলে তিনি সেখানে যান। সাংবাদিক প্রসেনজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই বিন্দু রায়, উনার ছেলে পুলক রায়, সুজিৎ নম: সাংবাদিক প্রসেনজিৎ রায়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। লোহার রড নিয়ে আঘাত করে। সাংবাদিক মাথা নুইয়ে নেয়ায় প্রাণে বেঁচে যায়। বিন্দু রায়ের ভাই বিদ্যুৎ রায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেয়। উপস্থিত সাংবাদিকদের সহযোগিতায় আক্রান্ত সাংবাদিককে বিশালগড় মহকুমা হাসপাতালে নেয়া হয়। আক্রমনকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে মহকুমার সাংবাদিকরা। একসময় রাস্তা অবরোধ শুরু করে। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় সাংবাদিকরা। এসডিপিও পান্নালাল সেন এবং ওসি রানা চ্যাটার্জির তৎপরতায় কিছুক্ষণের মধ্যে মূল অভিযুক্ত বিন্দু রায়কে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান জারি রয়েছে। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার নিন্দা জানান। জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি টেলিফোনে প্রেস ক্লাবের সম্পাদকের কাছ থেকে বিষয়টি জেনে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ।

You may also like

Leave a Comment